ক্রীড়া প্রতিবেদক
১৯তম এশিয়ান গেমসের তৃতীয় দিনে প্রথম পদক জিতেছে বাংলাদেশ। নারী ক্রিকেটে এসেছে ব্রোঞ্জ। ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। চীনের ঝেইজ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ৬৪ রান করে তারা। সর্বোচ্চ ১৭ রান করেন আলিয়া রিয়াজ। বাংলাদেশের স্বর্ণা আক্তার তিনটি এবং সানজিদা আক্তার ২ উইকেট নেন।
পাকিস্তানের ৬৫ রানের টার্গেটে ১৮ ওভার ২ বল খেলে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। বোলিংয়ের পর ব্যাট হাতেও সফল স্বর্ণা আক্তার। সর্বোচ্চ ১৪ রান করেন স্বর্ণা । শামীমা সুলতানা ও সাথী রানী দুজনেই করেছেন ১৩ রান।
ব্যাটিংয়ে বাংলাদেশ চাপে থাকলেও দলের ওপর আস্থা ছিল বলে জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। স্বর্ণা আক্তারের প্রশংসা করেছেন তিনি। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য ছিল স্বর্ণ জয়। চূড়ান্ত লক্ষ্য অর্জন না হলেও পদক জিততে পারাকে গর্বের বলছেন নিগার সুলতানা। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে স্বর্ণ জিতেছে ভারত। ফাইনাল ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে ১৯ রানে।