মেসির পেনাল্টি মিসে বড় হার মায়ামির

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত সময় কাটালেও ক্লাবে ফিরেই হতাশায় ডুবলেন লিওনেল মেসি। পানেনকা স্টাইলে নেয়া তার পেনাল্টি ঠেকিয়ে দেন শার্লট এফসির গোলরক্ষক ক্রিশ্চিয়ান কাহলিনা। সেই ব্যর্থতার ম্যাচেই প্রতিপক্ষের তরুণ ফরোয়ার্ড ইদান তোকলোমাতির হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে হারতে হলো ইন্টার মায়ামিকে।

রোববার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও ফিনিশিংয়ে পিছিয়ে পড়ে মায়ামি। পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে দলটি। তাদের নেওয়া ১০ শটের মধ্যে মাত্র ৪টি ছিল লক্ষ্যে। বিপরীতে সমান সংখ্যক শট নিয়েও শার্লট গোল পেয়েছে তিনবারই।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মায়ামি। জর্ডি আলবার বাড়ানো বল ঠেকিয়ে দেন কাহলিনা। ৩২ মিনিটে পেনাল্টি পায় অতিথিরা। তবে মেসির পানেনকা শট অনুমান করে ফেলেন শার্লট গোলরক্ষক। সুযোগ হাতছাড়া হতেই পাল্টা আক্রমণে গোল হজম করে মায়ামি। ৩৪ মিনিটে তোকলোমাতির শটে লিড নেয় শার্লট।

বিরতির পরও থামেননি ইসরায়েলি এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোল করেন তিনি। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে পূর্ণ করেন হ্যাটট্রিক। এমএলএসে ১৯৯৮ সালের পর তিনিই প্রথম ২১ বছর বা তার কম বয়সী খেলোয়াড়, যিনি টানা সাত ম্যাচে সরাসরি গোলে অবদান রাখলেন।

সুয়ারেজকে ছাড়াই খেলতে নেমেছিল মায়ামি। প্রতিপক্ষ দলের স্টাফকে থুতু দেয়ায় নিষেধাজ্ঞায় ছিলেন উরুগুইয়ান ফরোয়ার্ড। তবে তাকে ছাড়াই লড়াই করার চেষ্টা করেছে মেসির দল। তবু হারের ব্যবধান কমাতে পারেনি। টানা দ্বিতীয় ম্যাচে হারলো মায়ামি এবং শেষ চার ম্যাচে তৃতীয়বার জয়শূন্য থাকল। অন্যদিকে রেকর্ড গড়ে টানা নবম জয় তুলে নিয়েছে শার্লট এফসি।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.