ক্রীড়া প্রতিবেদক
ফুটবল বিশ্বে মেসি বনাম রোনালদোর চিরন্তন বিতর্ক নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে এই দুই মহাতারকা মাঠের ভেতরে তাঁদের জাদুতে মুগ্ধ করেছেন কোটি কোটি ভক্তকে। কিন্তু জানেন কি, এই বিতর্ক এবার মাঠের বাইরেও ঝড় তুলেছে ক্লাব বিশ্বকাপে?
ফিফার ক্লাব বিশ্বকাপ টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হলো লিওনেল মেসির ইন্টার মায়ামি। তবে আলোচনার কেন্দ্রে এখন শুধু মেসি নন, আছেন পালমেইরাসের দুই ফুটবলারও। পালমেইরাসের ডিফেন্ডার মুরিলো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি ‘টিম সিআর৭’ অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনালদোর কট্টর ভক্ত! তাঁর মতে, রোনালদো একজন ‘খুব সম্পূর্ণ’ খেলোয়াড় এবং তাঁর শৃঙ্খলা ও ইতিবাচক মনোভাবই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে। মুরিলোর রোনালদো-প্রীতি এতটাই বেশি যে, তিনি যদি মেসির ইন্টার মায়ামির বিরুদ্ধে গোল করেন, তাহলে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদযাপন করবেন। এটা নিঃসন্দেহে ম্যাচের উত্তাপ আরও বাড়িয়ে দেবে।
আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭ টায় ক্লাব বিশ্বকাপ ফুটবলে মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হবে পালমেইরাস। তবে পালমেইরাসের সবাই যে রোনালদোর ভক্ত, তা কিন্তু নয়। মুরিলোর সতীর্থ, লেফট-ব্যাক ভ্যান্ডারল্যান অকপটে স্বীকার করেছেন যে তিনি ‘টিম মেসি’! ছোটবেলা থেকেই তিনি মেসির খেলা দেখে মুগ্ধ। ভ্যান্ডারল্যান তো মেসির ১০ নম্বর জার্সিটি পাওয়ার আশায় আছেন।
গত শুক্রবার মেসি ক্লাব বিশ্বকাপে গোল করেন এফসি পোর্তোর বিরুদ্ধে, একটি দারুণ ফ্রি-কিক থেকে। এই গোল ইন্টার মায়ামিকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছে। এখন দেখার পালা, মেসির মায়ামির বিরুদ্ধে মুরিলো গোল করে ‘সিউ’ উদযাপন করতে পারেন কিনা, নাকি মেসির জাদুতে সব আলোচনা ঢাকা পড়ে যায়।