ক্রীড়া প্রতিবেদক
স্বাধীনতা কাপ ফুটবলের চমক দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মোহামেডানকে তারা হারিয়েছে ২-১ গোলে।
এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল সেনাবাহিনী। রঞ্জুর শিকদার ও শাহরিয়ার ইমন গোল দু’টি করেন। ১৮ মিনিটে রঞ্জু ও ৭০ মিনিটে ইমন গোল করেন। ম্যাচের শেষ দিকে ইনজুরি টাইমের সময় ৯৬ মিনিটে মোহামেডানের রাকিব এক গোল পরিশোধ করেন।
নিজেদের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারালেও সেনাবাহিনীর বিপক্ষে সাদামাটা পারফরম্যান্স করে মোহামেডান। স্বাধীনতা কাপে মোহামেডান খেলছে মাত্র একজন বিদেশি নিয়ে। চার বিদেশী কোটার তিনজন এখনো দলের সাথে যোগ দেননি। অন্যদিকে প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনীর কোন বিদেশি ফুটবলারই নেই। মোহামেডান দেশের ফুটবলের ঐতিহ্যবাহী এ ক্লাবের নাম। আর জাতীয় দলে খেলা ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু ছাড়া সেনাবাহিনীতে পরিচিত মুখ বলতে আর কেউ নেই। এমন দলের বিপক্ষে মোহামেডানের হার ফুটবল অঙ্গনে বড় বিস্ময়ের জন্ম দিয়েছে।
স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ার শঙ্কা জেগেছে মোহামেডানের। দুই ম্যাচ শেষে সাইফ স্পোর্টিং ক্লাব ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। মোহামেডান ও সেনাবাহিনী এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে। আর মুক্তিযোদ্ধা কোন পয়েন্ট যোগ করতে পারেনি।