- ক্রীড়া প্রতিবেদক
দুই গোলের লিড নিয়েও মোহামেডানের বিপক্ষে জিততে পারেনি ঢাকা আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দুই দলের ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। দ্বিতীয়ার্ধে দুই পেনাল্টি থেকে দুই গোল করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে মোহামেডান।
এই ড্রয়ে আবাহনীর চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে মোহামেডান। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস আছে শীর্ষে। ১৫ পয়েন্ট নিয়ে আবাহনী আছে তৃতীয় স্থানে।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় আবাহনী। তাদের ব্রাজিলিয়ান তারকা ব্রুনো রোকার হাওয়ায় ভাসানো ফ্রি কিক মোহামেডানের গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালে প্রবেশ করে। বিরতির পর ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। এ সময় স্টুয়ার্ট কর্নেলিয়াস গোল করেন। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় মোহামেডান। ৬৬ মিনিটে পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে সোলেমান দিয়াবাতে গোল করে ব্যবধান কমান। আর ৮৭ মিনিটে আরও একটি পেনাল্টি পায় মোহামেডান। যদিও এটা নিয়ে বিতর্ক দেখা দেয়। শেষ পর্যন্ত দ্বিতীয় পেনাল্টি থেকেও গোল আদায় করে নেন দিয়াবাতে। তাতে ২-২ গোলের সমতা নিয়ে শেষ হয় ম্যাচ। এই ম্যাচে জয় পেলে মোহামেডানকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যেতে পারতো আবাহনী।