ক্রীড়া প্রতিবেদক
টানা চার প্রিমিয়ার লিগ বিজয়ী ম্যানচেস্টার সিটি ও ইউরো চ্যাম্পিয়নশীপ জয়ী স্পেনের মিডফিল্ডার রদ্রির হাতেই উঠেছে এ বছরের ব্যালন ডি’অরের ঝকঝকে ট্রফিটি। আর এতে স্বপ্ন ভঙ্গ হয়েছে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান সমর্থকদের। কারন শেষ মুহূর্ত পর্যন্ত লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রকে নিয়েই সকলে আশাবাদী ছিল।
বিশ্ব সেরা এই পুরস্কারটি শেষ পর্যন্ত রদ্রির হাতে দেখাটা ছিল দারুন বিস্ময়কর। প্যারিসে অনুষ্ঠান শুরু হবার ঘন্টখানেক আগে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখপাত্র ঘোষনা করেন শালেট থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের কেউ অংশ নিচ্ছে না। রিয়ালের পক্ষ থেকে অনুষ্ঠানটি বয়কট করা হয়েছে। কারন এভাবে ভিনিকে অনেকটাই অপমান করা হয়েছে বলে মাদ্রিদ বিশ্বাস করে।
২৮ বছর বয়সী রদ্রি গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে সিটির হয়ে মূখ্য ভূমিকা পালন করেছেন। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশীপে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন। পুরস্কার পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়ালের বিষয়টি সামনে আসলে রদ্রি অনেকটাই কূটনৈতিক উত্তর দিয়েছেন, ‘এটা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। তাদের কারনে তারা অনুষ্ঠানে আসেনি। আমি শুধুমাত্র আমার ক্লাব ও সতীর্থদের উপরই গুরত্ব দিয়েছি।’
ফরাসি আয়োজকরা এবছর বিজয়ীর নাম ঘোষনার আগে সকল প্রকার গোপনীয়তা বজায় রাখার বিষয়টি নিয়ে বেশ সড়ব ছিল। কিন্তু বিজয়ীর নাম ঘোষনার আগে বিভিন্ন গণমাধ্যমে তথ্য ফাঁশ হয়ে যাওয়ায় অনেকেই বিষয়টি ভাল চোখে দেখেনি।
নারী বিভাগে অবশ্য কোন বিস্ময় ঘটেনি। বার্সেলোনা ও স্পেনের তারকা এইতানা বোনমাতি টানা দ্বিতীয়বারের মত সেরার পুরস্কার জয় করেছেন। বোনমাতি নিজ ক্লাবকে ঐতিহাসিক কোয়াড্রাপল শিরোপার পাশাপাশি দেশকে উপহার দিয়েছেন নেশন্স লিগের ট্রফি।