ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা আজ ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথমার্ধে এক গোলের পর দ্বিতীয়ার্ধে আরো এক গোল দেয় কিংসরা। গত ২ এপ্রিল প্রথম কোয়ার্টার ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্রকে।
ঈদের বিরতির পর ফেডারেশন কাপ দিয়ে আবারো সরগরম হলো ঘরোয়া ফুটবল। রহমতগঞ্জের বিপক্ষে আজকের ম্যাচে ২৪ মিনিটে লিড নেয় বসুন্ধরা কিংস। রবসনকে আটকানোর চেষ্টায় ছিলেন রহমতগঞ্জের তিন ফুটবলার। এই সুযোগে সোহেল রানা উঠে আসলে তাকে বল বাড়িয়ে দেন রবসন। বা পায়ের মাটি কামড়ানো শটে বল জালে জড়ান সোহেল রানা। এই এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় বসুন্ধরা কিংস।
৬২ মিনিটে বসুন্ধরা ম্যাচে দ্বিতীয় গোল করে। এই গোলেও অবদান ছিল রবসনের। তার বাড়িয়ে দেওয়া বল গোলকিপারের মাথার উপর দিয়ে রহমতগঞ্জের জালে পাঠান এমফোন উদো। এরপর আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে খেলা শেষ করে বসুন্ধরা কিংস।