রাকিব হোসেনকে সুপারস্টার বললেন বাফুফে সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে ফুটবলারদের আর্থিকভাবে পুরস্কৃত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সাফ চ্যাম্পিয়নশিপের সেইফাইনালে যাওয়ার পর বাফুফে সভাপতি পুরো দলের জন্য ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছিলেন। বাফুফে ভবনে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই টাকা ফুটবলাদের দেয়া হয়। এর পাশাপাশি বাফুফে সভাপতি নিজে থেকে বিশ্বনাথ ঘোষকে পাঁচ লাখ এবং আনিসুর রহমান জিকো ও মোরসালিনকে এক লাখ টাকা করে পুরস্কৃত করেছেন।

১৪ বছর পর সাফের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। দলের পারফরম্যান্সে দারুণ সন্তুষ্টির কথা জানিয়েছেন বাফুফে সভাপতি।  ভালো ফুটবল খেলার জন্য বাফুফে সভাপতি কয়েকজনের নাম আলাদাভাবে তুলে ধরলেও তার দৃষ্টিতে রাকিব হোসেন সুপার স্টার।

সামনেই জাতীয় দলের ব্যস্ত সূচি ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের জন্য। কিন্তু মাঠ নেই। খেলা হবে কোথায় এই প্রশ্ন রেখেছেন কাজী সালাউদ্দিন। এদিকে সাফের পারফরম্যান্সে উজ্জীবিত বাংলাদেশ। সামনে আরও ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন অধিনায়ক জামাল ভূইয়া।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.