ক্রীড়া প্রতিবেদক
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন তাওহিদ হৃদয়। এ ছাড়া ৪৬ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। জবাবে খেলতে নেমে ৩৯ ওভারে ১৩৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেলো ৭৪ রানের জয়।
রিশাদ হোসেন ক্যারিবীয়দের নাকানি চুবানি খাইয়েই ছাড়লেন। একাই নিলেন ৬ উইকেট। দেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে যা তৃতীয় সেরা বোলিং ফিগার। এর আগে মাশরাফি ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে এবং রুবেল হোসেন ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ করে রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। চতুর্থ সেরা মুস্তাফিজুর রহমান ২০১৫ সালে ভারতের বিপক্ষে ৪৩ রানে নিয়েছিলেন ৬ উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৮ রানে দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারায়। চাপে পড়া দলকে ৭১ রানের জুটিতে উদ্ধার করলেও শান্ত ও হৃদয় ধীর গতির ব্যাটিং করেন। তিনে নামা শান্ত ৬৩ বলে দুই চারের শটে ৩২ রান করে আউট হন। দলকে ভরসা দেওয়া হৃদয় ৯০ বলে ৫১ রান করেন। তার ব্যাট থেকে তিনটি চারের শট আসে।
অভিষিক্ত অঙ্কন ৭৬ বলে তিনটি চারের শটে ৪৬ রান করেন। নুরুল হাসান সোহান (১০ বলে ৯) ক্রিজে এসেই আউট হলে দুইশ’ রানের আগে আটকে যাওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। রিশাদ হোসেন ও তানভীর ইসলাম ওই শঙ্কা দূরে করেন। ইনিংসের প্রথম দুটি ছক্কা মারেন লেগ স্পিনার রিশাদ। তিনি ১৩ বলে তিন বাউন্ডারিতে ২৬ রান করেন। তানভীর এক ছক্কায় ৯ রান করেন।