লক্ষ্মীপুর ও মাগুরা জেলায় এসপিএল জিটিআই প্রোগ্রাম শুরু

ক্রীড়া প্রতিবেদক

সাইফ পাওয়ারটেক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ টেনিস ফেডারেশন এর ব্যবস্থাপনায় ‘এসপিএল – জিটিআই বাংলাদেশ’ এর আওতায় জেলা পর্যায়ে জুনিয়র খেলোয়ারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আজ লক্ষ্মীপুর এবং মাগুরা জেলায় একই দিনে টেনিস কার্নিভাল এর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। জেলার টেনিস কোর্টে টেনিস কার্নিভালের আয়োজন করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। বাছাইকৃত খেলোয়াড়দের নিবন্ধনের আওতায় এনে বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

লক্ষ্মীপুর জেলায় কার্নিভালের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। অনুষ্ঠানে টেনিস ফেডারেশনের সহ-সভাপতি নেয়াজ আহমেদ এবং নির্বাহী কমিটির সদস্য আব্দুর রব শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাগুরা জেলায় কার্নিভালের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আবু নাসের বেগ। টেনিস ফেডারেশনের পক্ষ থেকে বিটিএফ কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ খালেদ আহমেদ উপস্থিত ছিলেন।

এসপিএল – জেটিআই বাংলাদেশ প্রোগ্রামের আওতায় স্কুল থেকে ক্লাব পর্যায়ে, ক্লাব থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে এবং পরবর্তীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়ারদের উন্নীত করার লক্ষ্যে সাইফ পাওয়ারটেক এর পৃষ্ঠপোষকতায় জুনিয়র টেনিস ইনিসিটিভ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুলেও এই প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.