ক্রীড়া প্রতিবেদক
লিগস কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেক্সিকান ক্লাব নেকাসার বিপক্ষে ম্যাচ ২-২ সমতায় থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে দুইবার লাল কার্ডে বের করেছেন রেফারি। যার ফলে দু’দলকেই খেলা শেষ করতে হয়েছে ১০ জনের দল নিয়ে।
১২ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন মায়ামির তেলাসকো সেগোভিয়া। ৩৩ মিনিটে সমতা ফেরায় নেকাসা। গোল করেন টমাস বাদালোনি। ৮১ মিনিটে মায়ামিকে হতবাক করে আবারও এগিয়ে যায় নেকাসা। গোল করেন রিকার্ডো মনরিয়েল। এই গোল মায়ামি শোধ করে ৯২ মিনিটে জর্দি আলবার দুর্দান্ত ফিনিশিংয়ে।
খেলা টাইব্রেকারে গড়ালে মায়ামি সফল হলেও নেকাসার তৃতীয় শ্যুট লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। মায়ামির জয়সূচক শ্যুটটি করেন লুইস সুয়ারেজ। এই ম্যাচের ১১ মিনিটে চোটের কারণে বদলি হন মেসি।