ক্রীড়া প্রতিবেদক
দাপুটে জয়ে ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে পুলিশ ফুটবল ক্লাব। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে তারা হারিয়েছে ৩-০ গোলে। ২৩ মিনিটের মধ্যেই গোল তিনটি করেছে পুলিশ এফসি। বাকি সময় আর কোন গোল হয় নি।
ম্যাচের ২ মিনিটেই লিড নেয় পুলিশ ফুটবল ক্লাব। মিঠুর ফ্রি কিক থেকে হেডে গোল করেন সখিবভ। ব্যবধান বাড়াতে সময় নেয়নি পুলিশ এফসি। আট মিনিটে শাহ কাজেমের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ম্যাচে শেখ জামালকে কোন সুযোগ না দিয়ে স্কোর লাইন ৩-০ হয় ২৩ মিনিটে। গোল করেন আজমত আব্দুললায়েভ।
এরপর শেখ জামাল চেষ্টা করেও ম্যাচে কোন গোলের দেখা পায় নি। দারুন এক জয় নিয়ে ফেডারেশন কাপের শেষ চারে জায়গা করে নেয় পুলিশ ফুটবল ক্লাব। এর আগে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস। আগামী ৩০ এপ্রিল শেষ কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনী মুখোমুখি হবে ফোরটিস ফুটবল ক্লাবের।