মোঃ শফিকুল আলম
২৬ সেকেন্ডে গোল হজম করলেও শেখ রাসেলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ফেডারেশন কাপে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মোহামেডান।
ফুটবলের সময়টা ভালোই যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তারা। পারফরম্যান্সেলে ধারাবাহিকতা মোহামেডান ধরে রাখলো ফেডারেশন কাপেও।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অবশ্য কোন কিছু বুঝে ওঠার আগেই ম্যাচে পিছিয়ে পড়ে মোহামেডান। ম্যাচের বয়স যখন মাত্র ২৬ সেকেন্ড তখন সেকু সিলার হেড জায়গা করে নেয় মোহামেডানের জালে। এত আগেই ম্যাচে এগিয়ে যাবে সেটা হয়তো ভাবেনি শেখ রাসেলও। তাদের এক গোলের লিডে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের খেলাও এগিয়ে যাচ্ছিল ১-০ স্কোরলাইনে। তবে ৭১ মিনিটের দুর্দান্ত এক গোল করেন মোজাফফরভ। তার জোরালো শট শেখ রাসেলের জাল কাপিয়েছে। ম্যাচে সমতা এনে উজ্জীবিত হয়ে উঠে মোহামেডান। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে জাফর ইকবাল গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মোহামেডান। আর এই গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয়। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। ১৬ এপ্রিল ফেড কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস মুখোমুখি হবে রহমতগঞ্জের।