ক্রীড়া প্রতিবেদক
ম্যাচ শেষ হতে আর মাত্র ২০ সেকেন্ড বাকি। সেই মুহুর্তে বাংলাদেশের ফজলে রাব্বি গোল করেন। বাংলাদেশ ডাগ আউট উল্লাসে মেতে উঠে। এই গোলে বাংলাদেশ ইন্দোনেশিয়াকে হারিযেছে। এএইচএফ কাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ৩-২ গোলের জয় পেয়েছে।
প্রথম কোয়ার্টার গোলশূন্য, দ্বিতীয় কোয়ার্টারে ২-১ গোলে বাংলাদেশের লিড এবং তৃতীয় কোয়ার্টার শেষে স্কোর ২-২। তৃতীয় গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে শেষ মিনিট পর্যন্ত। সংঘবদ্ধ আক্রমণ থেকে ফজলে রাব্বির গোল বাংলাদেশকে তুলে দেয় পয়েন্ট টেবিলের শীর্ষে। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬, থাইল্যান্ডে ৪।
বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে মঙ্গলবার থাইল্যান্ডের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলংকার বিপক্ষে ২৩ এপ্রিল।