ষষ্ঠ হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শ্যুটিং চ্যাম্পিয়নশীপ শুরু
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং হামিদ পরিবারের পৃষ্ঠপোষকতায় ৬ষ্ট হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শ্যুটিং চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছে আজ। বিকেলে শ্যুটিং স্পোর্ট ফেডারেশনে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
গত আসরে ২২ টি ক্লাব অংশ নিলেও এবার বেড়েছে ক্লাবের সংখ্যা। ২৬ টি ক্লাবের ১৩১ জন প্রতিযোগী অংশ নিয়েছে এবার। হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শ্যুটিং চ্যাম্পিয়নশীপ দেশের শ্যুটিং এ গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানিয়েছেন শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ।
শুটিং খেলার গুরুত্বের কথা বিবেচনা করে এর সরঞ্জাম দেশের বাইরে থেকে শুল্কমুক্ত ভাবে আনার দাবি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এদিকে আগামী মাসে শুটিং বিশ্বকাপ ও অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে জার্মানি যাওয়ার পরিকল্পনা করছে শুটিং ফেডারেশন। কিন্তু যে পরিমাণ অর্থের দরকার তা এখনো হাতে না পাওয়ায় দুশ্চিন্তার কথা জানিয়েছেন শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ।