ক্রীড়া প্রতিবেদক
এক ম্যাচ বাকী থাকতেই যুক্তরাষ্ট্রের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। গতরাতে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় যুক্তরাষ্ট্রের কাছে ৬ রানে হেরেছে টাইগাররা। এর আগে প্রথম ম্যাচ ৫ উইকেট হেরেছিলো বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকী থাকতেই সিরিজ হেরে বসেছে শান্ত-সাকিবরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ হেরে টি-টোয়েন্টি ইতিহাসে বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ দল।
ব্যাটিং ব্যর্থতার জন্য ব্যাটারদের দক্ষতাকে নয়, মানসিকতাকে দুষলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শান্ত জানান, এটা আসলে দক্ষতার সমস্যা নয়, ব্যাটারদের মানসিকতা বদলাতে হবে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৫৩ রান করেছিলো বাংলাদেশ। বড় স্কোর করতে না পারায় ঐ ম্যাচটি হেরেছিলো টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত থাকে বাংলাদেশের।
যুক্তরাষ্ট্রের ছুঁড়ে দেওয়া ১৪৫ রানের টার্গেটে খেলতে নেমে ১৭তম ওভারে ৫ উইকেটে ১২৪ রান তুলে জয়ের পথে ছিলো বাংলাদেশ। শেষ ১৯ বলে ৫ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ২১ রান দরকার ছিলো টাইগারদের। কিন্তু এরপরই সব হিসাব-নিকাশ ওলট-পালট হয়ে যায়। ১৬ বলে মাত্র ১৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৩৮ রানে অলআউট হয়ে ম্যাচ ও সিরিজ হারে বাংলাদেশ।
এমন হারকে হতাশাজনক বলছেন শান্ত। তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের জন্য খুবই হতাশাজনক। ইনিংসের মাঝে প্রায় সব ওভারে আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয়, এটিই আমাদের হারের প্রধান কারন।’