ক্রীড়া প্রতিবেদক
আবাহনী লিমিটেড, উত্তর বারিধারার পর এবার সাইফ স্পোর্টিংয়ের ফুটবলারদের অনুশীলন দেখলেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ স্প্যানিশ হ্যাভিয়ের ক্যাবরেরা। আজ দুপুর ২টায় কাওলার আশিয়ান সিটির মাঠে সাইফের অনুশীলন দেখতে যান তিনি। এ সময় সহকারী কোচ মাসুদ কায়সার এবং বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিও ছিলেন। ক্যাবরেরাকে স্বাগত জানান সাইফ এসসির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।
সাইফের অনুশীলন দেখে মুগ্ধ ক্যাবরেরা। ক্লাবটির অবকাঠামো এবং অনুশীলন ব্যবস্থাতেই শুধু সন্তুষ্টি ঝরেনি তার কণ্ঠে; সাইফের টেকনিক্যাল টিমেরও ভূঁয়সী প্রশংসা করেছেন ক্যাবরেরা। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া যিনি একাধারে আবার সাইফ এসসিরও অধিনায়ক সেই জামালের সঙ্গে সাক্ষাতেও দারুণ খুশি ক্যাবরেরা।
জেমি ডে চলে যাওয়ার পর জাতীয় দলের দায়িত্বে এসেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা। লাল-সবুজের খেলোয়াড়দের এখনো পরখের সুযোগ পাননি। কারণ ঘরোয়া লিগের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন খেলোয়াড়রা। তাই ক্লাবে ক্লাবে ঘুরে শিষ্যদের দেখে নিচ্ছেন ক্যাবরেরা। তিনটি ক্লাব ইতোমধ্যে পরিদর্শন করা হয়ে গেছে। তিন ক্লাবে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনা করে ক্যাবরেরা জানান, ‘খেলোয়াড়দের দেখে আমি মুগ্ধ। বিশেষ করে তাদের টেকনিক্যাল সক্ষমতা, প্রগাড়তায়। আশাকরি এসবের ভেতর দিয়ে ভালো একটা জাতীয় দল গড়তে পারব।’
অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে ক্যাবরেরা বলেন, সে খুব ভালো প্লেয়ার। সাইফের প্রাণভোমরা তিনি।’ ক্যাবরেরা তার দলে কেমন ধরনের অধিনায়ক প্রত্যাশা করেন- এমন প্রশ্নে জানান, ‘দলের জন্য অধিনায়ক খুবই গুরুত্বপূর্ণ। সে মূলত টেকনিক্যাল স্টাফ এবং প্লেয়ারদের মধ্যে সংযোগ সিঁড়ি হিসেবে কাজ করে থাকে। সে দলে এবং খেলোয়াড়দের মধ্যে উৎসাহ যোগানোর কাজটি করে থাকে। এ ধরনের গুণাবলীসম্পন্ন অধিনায়কই আমি প্রত্যাশা করি।’