ক্রীড়া প্রতিবেদক
অবশেষে মাঠে গড়িয়েছে ফেডারেশন কাপ ফুটবল। সাইফ স্পোর্টিং ক্লাব ও পুলিশ এফসির ম্যাচ দিয়ে শুরু হয়েছে নতুন মৌসুমের দ্বিতীয় ফুটবল টুর্নামেন্ট ফেডারেশন কাপ। গতকাল দু’টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটিও হয়নি। কমলাপুর স্টেডিয়ামের অ্যাস্ট্রো টার্ফে খেলবে না জানিয়েছে বসুন্ধরা কিংস, উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তাই গতকাল বসুন্ধরা কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘ এবং ঢাকা আবাহনী ও উত্তর বারিধার ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তবে আজ সাইফ ও পুলিশের ম্যাচ অনুষ্ঠিত হলেও দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ায়নি। শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে উপস্থিত হলেও আসেনি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
আজকের একমাত্র ম্যাচে কেউ জয় পায়নি। সাইফ স্পোর্টিং ক্লাব ও পুলিশ ফুটবল ক্লাবের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। দু’টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। আর দু’টিই পেনাল্টি থেকে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ২৪ মিনিটে দারুণ এক গোলের সুযোগ নষ্ট করেন সাইফের এমফোন সানডে। একদম ফাকায় থেকেও বলের নিয়ন্ত্রণ হারালে আর শটই নিতে পারেন নি তিনি।
২৭ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের শট চলে যায় সাইড পোস্টের পাশ দিয়ে। ৩৮ মিনিটে বেশ ভালো একটা সুযোগ তৈরী করেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। নাসিরুলের বাড়িয়ে দেয়া বলে গোলমুখের সামনে থেকেও এমেকা ওগবাগ যে শট নিলেন তা সরাসরি চলে যায় পুলিশের গোলকিপারের কাছে। গোলশুন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।
তবে দ্বিতীয়ার্ধে দু’দলই গোলের মুখ দেখে। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে এমারি গোল করে সাইফ স্পোর্টিংকে ম্যাচে এগিয়ে নেন। সাইফের ১-০ গোলের জয়েই ম্যাচ শেষ হচ্ছিল। কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি পায় পুলিশ এফসি। ৯২ মিনিটে আমিরুদ্দিনের গোলে পরাজয় এড়ায় পুলিশ। আর তাই দু’দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।