ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ দল। স্বাগতিক শ্রীলংকাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলংকা। বাংলাদেশের গোলকিপার ভুল না করলে ৫-০ গোলে এই ম্যাচ হারতো লঙ্কানরা। প্রথমার্ধে দুই গোল করার পর দ্বিতীয়ার্ধে শ্রীলংকার জালে আরও তিনবার বল জড়িয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই শ্রীলংকাকে চেপে ধরে ইমরান খানরা। লঙ্কানদের জাল খুঁজে পেতে ৭ মিনিটের অপেক্ষা বাংলাদেশের। রুবেল শেখের গোলে লিড নেয় বাংলাদেশ। শ্রীলংকার গোলকিপার বল গ্রিপে নিতে না পারার সুযোগে ফাকা জালে বল পাঠান রুবেল। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোর্শেদ আলী। এই গোলের পেছনে পুরো দায় লঙ্কান ডিফেন্সের। বাংলাদেশের দুই ফুটবলার পুরোপুরি আনমার্কড ছিলেন। সুযোগটা কাজে লাগিয়েছেন মোর্শেদ।
দ্বিতীয়ার্ধে আরও গোলের নেশা পেয়ে বসে বাংলাদেশকে। তবে তৃতীয় গোল হয়েছে ৭৫ মিনিটে। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন মোর্শেদ। ৭৭ মিনিটে এক গোল শোধ করে শ্রীলংকা। বাংলাদেশের গোলকিপার আসিফ শ্রীলংকাকে এই গোল গিফট করেছেন বলা যায়। বল ক্লিয়ার না করে লঙ্কান ফুটবলার ইয়াসিরকে কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান আসিফ। ফাকা পোস্টে বল ঠেলে গোল করেন ইয়াসির।
৭৯ মিনিটে সিরাজুল ইসলাম রানার গোলে ৪-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ দল। ৯০ মিনিট শেষ হওয়ার পর ইনজুরি টাইমে বাংলাদেশের জয়কে আরও বড় করেন নাজিম উদ্দিন। গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী বুধবার মালদ্বীপের বিপক্ষে।