ক্রীড়া প্রতিবেদক
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে কাল কুয়ালালামপুরের বেইউমাস ওভাল মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার সিক্সে গ্রুপ-১এর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়।
‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরে যায় জুনিয়র টাইগ্রেসরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১৮ রানে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয় বাংলাদেশ। এই গ্রুপে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।
৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ সেরা হয় ভারত। শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও মালয়েশিয়াকে হারায় তারা। এই গ্রুপের রানার্স-আপ হয় লংকানরা এবং তৃতীয়স্থান পায় ওয়েস্ট ইন্ডিজ। সুপার সিক্সে গ্রুপ-১এ বাংলাদেশ ছাড়াও আছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। সুপার সিক্সে গ্রুপ-২এ খেলবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড।