হ্যাটট্রিক জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। গ্রুপে এখন পর্যন্ত মামুনুর রশীদের দলই সব ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তাদের ধারেকাছে নেই কেউ।

বুধবার গ্রুপে শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হারলেও গ্রুপ সেরা হতে কোনো বাধা থাকবে না। মঙ্গলবার ম্যাচে থাইল্যান্ড চোখে চোখ রেখে খেলার চেষ্টা করেছে। তবে ২৩ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন।

৬ মিনিট পর থাইল্যান্ড ম্যাচে সমতায় ফেরে। থাইচ্যাট ক্রেউইচ আক্রমণ থেকে গোল করে বাংলাদেশকে হতাশ করেন। ৩৪ মিনিটে বাংলাদেশ আবারও লিড নেয়। আরশাদ হোসেন আক্রমণ থেকে গোল করে লাল-সবুজ দলকে এগিয়ে নেন। এরপর এই স্কোরলাইন ধরে রেখে বাংলাদেশ ম্যাচ শেষ করে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.