২০২৬ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে বুদাপেস্টে

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বুদাপেস্টের পুসকাস এ্যারেনাতে অনুষ্ঠিত হবে। উয়েফার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। ২০২৭ আসরের ফাইনালের বিষয়টি সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মিলানে এই ফাইনালটি অনুষ্ঠিত হবার কথা থাকলেও সান সিরোতে সংষ্কার কাজ ঐ সময়ের মধ্যে শেষ না হবার সম্ভাবনাই বেশী।

ইউরোপের ক্লাব পর্যায়ের সর্বোচ্চ আসরের ফাইনাল এই প্রথম হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬৭ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন পুসকান এ্যারেনা ২০২৩ ইউরোপা লিগের ফাইনাল ছাড়াও ইউরো ২০২০’এ ব্যবহৃত হয়েছে।

২০২৬ ইউরাপা লিগের ফাইনাল ইস্তাম্বুলে ও ২০২৭ সালের ফাইনাল ফ্রাংকফুর্টে অনুষ্ঠিত হবে। এছাড়া ২০২৬ সালের ইউরোপা কনফারেন্স লিগ লিপজিগে ও ২০২৭ সালে ইস্তাম্বুলের বেসিকতাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উয়েফা আরো জানিয়েছে ২০২৬ নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অসলোর উয়েভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.